প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম নয়। তবুও ছোট ছোট ছেলে-মেয়েদের মেধাবিকাশের মাধ্যমে আদর্শ মানুষ তৈরির মতো মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট। অভাব রয়েছে। যা দেশের বর্তমান নাজুক পরিস্থিতির প্রতি দৃষ্টিপাত করলেই উপলদ্ধি করা যায়।

সমাজের বিরাজমান বর্তমান নাজুক পরিস্থিতিতে দেশে আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরির মহান উদ্দেশ্যে ২০০৪ইং সালে 'হলি সোল কিন্ডারগার্টেন' প্রতিষ্ঠা করা হয়েছে। অত্র বিদ্যালয়ের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে সঠিকভাবে শিক্ষাদানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের- * সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা ।

* দায়িত্ব ও নৈতিকতাবোধ জাগ্রত করা।

* ভবিষ্যতে যে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেভাবে তাদের গড়ে তোলা ।

* পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাবলম্বীতা এবং সমাজ ও জনসেবার প্রেরণা

জাগিয়ে তোলা । প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে সার্বিকভাবে সহায়তা করা।

বিদ্যালয় সংক্রান্ত তথ্য

image-not-found

শিক্ষার বিষয়বস্তু

(ক) সাধারণভাবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক যোগ্যতা এবং ধারণ ক্ষমতার প্রতি লক্ষ্য রেখে এবং জাতীয় আদর্শের সাথে সংগতি রেখে একটি উপযোগী পাঠ্যক্রমের ভিত্তিতে শিক্ষা দেয়া হয়। (খ) সহ পাঠ্যক্রমিক ও ধর্মীয় শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

ভর্তি ও বেতন সংক্রান্ত তথ্য

সকল শ্রেণিতে নতুন ভর্তি ফি ৪,৫০০/- (চার হাজার পাচশত ) টাকা । পুরাতন ভর্তি ফি ৪,০০০/- (চার হাজার) টাকা । মাসিক বেতনঃ প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭০০/- (সাতশত) টাকা।

শিক্ষার মাধ্যম

বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম বাংলা। তবে ইংরেজী ও আরবী অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা দেয়া হয়।

শ্রেণি কার্যক্রম পরিচালনার নিয়মাবলী

(ক) নিজ নিজ সন্তানকে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে পৌঁছে দেয়ার এবং শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে নিয়ে যাওয়ার দায়িত্ব অভিভাবকের।

(খ) বিদ্যালয়ের নামাঙ্কিত খাতা ও ডায়রী, বই ব্যবহার করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে স্কুল অফিস থেকে খাতা ও ডায়রী, বই সংগ্রহ করতে হবে। (গ) ছাত্র-ছাত্রীদের সুষ্ঠ শিক্ষাদানের স্বার্থে যেসব নিয়ম কানুন কর্তৃপক্ষ

প্রণয়ন ও চালু করে থাকেন তা যুগপত ছাত্র-ছাত্রী ও অভিভাকের

অবশ্যই পালনীয়।

মেধা ও কৃতিত্ব পুরষ্কার

(ক) ছাত্র-ছাত্রীদের মেধার মূল্যায়ণ ও অনুপ্রেরণাদানের লক্ষ্যে প্রতিবছর বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরষ্কার প্রদান করা হয়।

(খ) এসোসিয়েশন ও সরকারী বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীবৃন্দকে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির অনুদান, পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।

(গ) এছাড়াও সুন্দর আচরণের অধিকারী, নিয়মিত স্কুলে উপস্থিত, বার্ষিক পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয় ।

আপনার সন্তান আপনার ভবিষ্যত। আপনার সন্তান দেশের ভবিষ্যত। তাদের ভাল-মন্দের দায়িত্ব আপনার উপরেই বর্তাবে। কিন্ডারগার্টেন শিক্ষার ব্যাপক প্রসারের এই যুগে কারো কথায়, অনুরোধে বিভ্রান্ত না হয়ে আপনি আপনার সন্তানকে “হলি সোল কিন্ডারগার্টেন” এ ভর্তি করে তাদের সুন্দর ও উন্নত ভবিষ্যত জীবনের মজবুত ভিত গঠনে সহায়তা করুন। সন্তান আপনার, তাকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

হলি সোল কিন্ডারগার্টেন-এর বৈশিষ্ট্যসমূহ

image-not-found

* মেধাসম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে বাংলা, ইংরেজী ও আরবীর সমন্বয়ে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান।

* ছাত্র-ছাত্রীদের যাতে লেখাপড়া করতে খারাপ না লাগে সেদিকে খেয়াল রেখে লেখাপড়াকে উপভোগ্য করে, আনন্দঘন পরিবেশের মিশ্রণে, খেলার ছলে লেখাপড়া করানোর ব্যবস্থা।

* ছাত্র-ছাত্রীদের যাতে শিক্ষকভীতি, স্কুলভীতি না থাকে এবং স্কুলে আসার আগ্রহ বাড়ে সেজন্য তাদের সাথে বন্ধুসুলভ আচরণ।

* ছাত্র-ছাত্রীদের যাতে স্কুলে এসে মন খারাপ না করে এবং বাড়ির চেয়ে স্কুলে থাকতেই যাতে বেশি ভালবাসে সেরকম করেই স্কুলের পরিবেশ গড়ে তোলা হয়েছে।

* অভিভাবকদের বসার ও বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা। ** সেমিষ্টার পদ্ধতিতে ও নিয়মিত হোম-ওয়ার্ক এবং টিউটোরিয়ালের ব্যবস্থা।

* শ্রেণিভিত্তিক সহজ-সরল, প্রাসঙ্গিক ও উন্নতমানের নোট প্রদান।

* শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ও সর্বোচ্চ উপস্থিত

ছাত্র-ছাত্রীদের বার্ষিক মেধা পুরস্কার প্রদান। * এসোসিয়েশন বৃত্তি ও সরকারি বৃত্তির সু-ব্যবস্থা।

* ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ।

* শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবকদের সু-পরামর্শ সাদরে গ্রহণ ।